রণঘাট অঞ্চল হাই স্কুল (উঃমাঃ)
বেস লাইন সার্ভেঃ ২০২৪
শ্রেণিঃ ষষ্ঠ
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১
ঘঃ ৩০ মিঃ
নাম ......................................................
রোল নং ..................
বাংলা
1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও- 1X3 = 3
ক) বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কত ?
উঃ
খ) সমাপিকা ক্রিয়া কাকে
বলে ?
উঃ
গ) কিশোর কবি নামে কে
পরিচিত ?
উঃ
2. নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। 1X5 = 5
ক) ‘উৎরাই’ শব্দটির
বিপরীত অর্থ লেখ।
উঃ
খ) ‘ঘজ্জামায়’ সন্ধি
বিচ্ছেদ কর।
উঃ
গ) ‘সভাপতি’ লিঙ্গ পরিবর্তন কর ।
উঃ
ঘ) দুবার একই শব্দ ব্যবহার করে একটি বহুবচন শব্দ তৈরি কর।
উঃ
ঙ) সূর্য (দুটি সমার্থক শব্দ লেখ)
উঃ
৩. নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 1X4 = 4
বিদ্যাসাগর বর্ধমান শহর থেকে হেঁটে চলেছেন কালনার পথে । সঙ্গে রয়েছেন
গিরিশচন্দ্র বিদ্যারত্ন । কালনায় তারা জরুরী কাজে যাচ্ছেন। থমকে দাঁড়ালেন
বিদ্যাসাগর। রাস্তার পাশে
একজন পথিক পড়ে আছে,তার কলেরা হয়েছে ।পথে কত লোক চলছে সকলের মুখে কাপড়
দিয়ে সরে যাচ্ছে। বিদ্যাসাগর দ্রুত এগিয়ে এসে কাঁধে তুলে নিলেন।
প্রশ্নঃ-
ক) লোকটির কি হয়েছিল?
উঃ
খ) বিদ্যাসাগর কোথায় যাচ্ছিলেন?
উঃ
গ) বিদ্যাসাগরের সঙ্গে কে ছিলেন?
উঃ
ঘ) বিদ্যাসাগর রোগীকে
দেখে কি করলেন?
উঃ
4. আজকের পরীক্ষা কেমন হয়েছে সে বিষয়ে কয়েকটি বাক্য লেখো । 2
ENGLISH
1.Answer the following questions [1x2=2]
i) Where do you live?
Ans
ii) What is your
father's name?
Ans
2. Right Opposite
words [1x2=2]
i) Friend:.....................................
ii) Kind :.......................................
3. Fill in the blanks with preposition. [1x2=2]
i. The book is________ the table.
ii. I go __________school.
4. Make sentence with the following words. [1x2=2]
i. Happy :______________________________________________________
II. Drink :_____________________________________________________
5. Change the gender [1x2=2]
i) Brother:........................
ii) Dog:........................
6. Give the plural forms [1x2=2]
i) Woman:
.......................
ii)
Fly:...................................
7. Right two sentences about your school [2]
সাধারণ জ্ঞান
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো
1.’আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’
এই বিখ্যাত গানটি কার লেখা?
উঃ
2. কোন রোগ প্রতিরোধ করতে ডটস চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হয়?
উঃ
3. আলিপুর চিড়িয়াখানা কোন জেলায় অবস্থিত?
উঃ
4. কোন তারিখটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি?
উঃ
5. কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত?
উঃ
6. আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উঃ
7. কে গান্ধী বুড়ি নামে পরিচিত?
উঃ
8. গাছেরপ্রাণ আছে কোন
বিজ্ঞানী বলেছিলেন ?
উঃ
Mathematics
1.
তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার
সমষ্টি নির্নয় করো। ২
2.
ল.সা.গু. কথার পূর্ন রূপ লেখো- ১/২
3.
.............হল বৃত্তের বৃহত্তম ব্যাস।(শূন্যস্থান
পূরণ করো) ১/২
4.
957421 সংখ্যায় ‘5’ এর স্থানীয় মান এবং
প্রকৃত মানের অন্তর নির্নয় করো। ২
5.
পাশের চিত্রটির অংশ রং করো। ১
6.
সরল করো
২
6÷[1+4÷{1+3÷(1+4÷2)}]
7.
5229.83 স্থানীয় মানে বিস্তার করে কথায়
লেখো। ২
8.
সমকোনী সমদ্বিবাহু ত্রিভূজের কোন গুলির
মান লেখো ২
9.
বিন্যাস দেখে পরেরগুলো লেখো – ১+১
111A |
222B |
333C |
?? |
5AB |
25CD |
125EF |
?? |
রণঘাট অঞ্চল হাই স্কুল (উঃমাঃ)
বেস লাইন সার্ভেঃ ২০২৪
শ্রেণিঃ পঞ্চম পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘঃ ৩০ মিঃ
নাম ...................................................... রোল নং ..................
বাংলা
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও- ১X ৫=৫
ক) বিদ্যাসাগরের প্রকৃত নাম কি?
উঃ
খ) ‘ঠগ’ শব্দটির কথাটির অর্থ কি?
উঃ
গ) ‘জন্মভূমি’ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
উঃ
ঘ) ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ নামে কে পরিচিত ?
উঃ
ঙ) কোন দুটি মাস নিয়ে হেমন্ত ঋতু ?
উঃ
২। চিহ্নিত শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। ১X২=২
ক. তোমার পুরস্কার নয় _________________প্রাপ্য ।
খ. কবে যে ________________ দিন শেষ হয়ে সুখের দিন আসবে?
৩। প্রশ্নদুটির উত্তর দাও- ১X২=২
ক. অবীণক্ষণু ( এলোমেলো বর্ন সাজিয়ে লেখো) ।
উঃ-
খ. ‘জ্জ’-কে ব্যবহার করে একটি শব্দ তৈরী করো।
উঃ-
৪। শুদ্ধ বানান গুলির তলায় দাগ দাও। ১X২=২
ক. বন্দ্যোপাধ্যায় / বন্দোপাধ্যায়
খ. মধুসূদন / মধুসুদন
৫। কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো: ‘খেলার উপকারিতা’ । ৩
ENGLISH
1. Answer the following questions: 1x2=2
a. What class do you read in?
__________________________________________________________
b.How old are you?
__________________________________________________________
Make sentence with the following words: 1x2=2
Go:_______________________________________________________
Love:_____________________________________________________
Write opposite words: 1x2=2
Good : ___________________Strong: _______________________
Give the plural forms: 1X2 = 2
Boy: ____________________ II. Class:____________________
Fill in the blanks with articles: 1x2=2
He is _________student.
__________ Sun is a star.
Rearrange the jumbled words to make sentence : 1x2=2
I the moon see.
Ans:________________________________________________________
He in the field plays football.
Ans:
Write two sentences about ‘your village’. 1x2=2
Ans:____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
Mathematics
শূন্যস্থান দুটি পূরণ করো । 1x2=2
14 21 28 35 ______ 49 56
26 _____ 52 65 78 91 104
মোট বলের 1/3 অংশ বল রং করো 1
200 মাস = বছর মাস হিসাব করে লেখো । 2
নিচের অঙ্ক গুলি করো। 2X2 = 4
4/5+2/3+1/2 5/7-2/7
5. সাজিয়ে যোগ করোঃ- 6 মিটার 93 সেন্টিমিটার +3মিটার 5 সেন্টিমিটার 2
6. মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। 1
7. 1500 গ্রাম ওজোন মাপতে তুমি কি কি বাটখারা ব্যবহার করবে? 2
সাধারণ জ্ঞান
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ- 1X8 = 8
১. আমরা যে রাজ্যে বাস করি তাঁর নাম কি?
উঃ-
২. আমাদের জাতীয় পতাকায় কয়টি রং ?
উঃ
৩.আমাদের দেশ ‘ভারতবর্ষ’ কবে স্বাধীন হয়?
উঃ-
৪. কোন পশুকে মরুভূমির জাহাজ বলাহয়?
উঃ
৫. আমরা অক্সিজেন কোথা থেকে পাই ?
উঃ
৬. আমাদের জাতীয় খেলার নাম কি?
উঃ
৭.কার জন্মদিনটি আমরা শিশু দিবস হিসাবে পালন করি?
উঃ
৮. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উঃ